শায়েস্তাগঞ্জে সিলেট-ঢাকা মহাসড়কে গাড়ি চাপায় এক নারীর মৃত্যু
এম হায়দার চৌধুরী, শায়েস্তাগঞ্জ থেকে:: হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে সিলেট-ঢাকা মহাসড়কে গাড়ি চাপায় অজ্ঞাতনামা এক নারীর মৃত্যু হয়েছে। বুধবার (১ মে) রাত ১০ টায় শায়েস্তাগঞ্জ উপজেলার নছরতপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, অজ্ঞাতনামা এক নারী (৬৫)
মহাসড়ক পারাপারের সময় দ্রুতগামী একটি গাড়ি চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তৎক্ষণিক ওই নারীর নাম পরিচয় জানা যায় নি। তবে পুলিশের ধারনা ওই নারী একজন ভিক্ষুক ছিলেন। তার সাথে থাকা ব্যাগে ভাংতি টাকা পাওয়া গছে।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা
(ওসি) বদরুল করিম ঘটনার সত্যতা নিশ্চিত
করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ ২৫০ শয্যা আধুনিক হাসপাতালে পাঠানাে হয়েছে।