শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান ইকবাল ও ভাইস-চেয়ারম্যান আফজল!
শায়েস্তাগঞ্জ প্রতিনিধি:: হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদের নির্বাচন শান্তিপূর্ণ ভাবে অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন বর্তমান চেয়ারম্যান আব্দুর রশিদ তালুকদার ইকবাল, ভাইস-চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন, আ.স.ম আফজল আলী ও মহিলা ভাইস-চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন মমতাজ বেগম ডলি।
২৯ মে সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ করা হয়। এ নির্বাচনে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১২ জন প্রার্থী। এতে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪ জন প্রার্থী। ভাইস চেয়ারম্যান পদে ৫ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৩ প্রার্থী। চেয়ারম্যান পদে বিজয়ী প্রার্থী বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুর রশিদ তালুকদার ইকবাল (মোটর সাইকেল) প্রতীকে পেয়েছেন ১৫ হাজার ৩০০ ভোট, তার নিকটতম প্রতিন্দ্বন্দ্বি আওয়ামী লীগ নেতা আতাউর রহমান মাসুক (ঘোড়া) প্রতীকে পেয়েছেন ১১ হাজার ৭৫৯ ভোট। ভাইস চেয়ারম্যান পদে বিজয়ী প্রার্থী আ স ম আফজল আলী রুস্তম (টিয়া পাখি) প্রতীকে পেয়েছেন ১০ হাজার ৪৫১ ভোট, তার নিকটতম প্রতিন্দ্বন্দ্বি খন্দকার শফিক মিয়া সরদার (চশমা) প্রতীকে পেয়েছেন ৬ হাজার ৫৮৮ ভোট। মহিলা ভাইস চেয়ারম্যান পদে বিজয়ী প্রার্থী মমতাজ বেগম ডলি (প্রজাপতি) প্রতীকে পেয়েছেন ১৪ হাজার ২৯৪ ভোট, তার নিকটতম প্রতিন্দ্বন্দ্বি মোছাঃ রুবিনা আক্তার (ফুটবল) প্রতীকে পেয়েছেন ১০ হাজার ২৪৮ ভোট। শায়েস্তাগঞ্জ উপজেলার মোট ১৮টি কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ৫৪৮১৭ জন। প্রদত্ত ভোটের সংখ্যা ২৮১৩৯, শতকরা ভোটের হার ৫১.৫৩%।