এমএইছ চৌধুরী, জুনাইদ। শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ):: হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জের পার্শ্ববর্তী ঢাকা-সিলেট রেলপথের শাহজিবাজার বিদ্যুত কেন্দ্রের ভেতর থেকে রেলওয়ের ১৫ লক্ষ টাকা মূল্যের মালামাল নিয়ে গেছে একটি চোরচক্র। ঘটনাটি প্রকাশ পায় ১০ জানুয়ারি শুক্রবার সন্ধ্যায়। এ নিয়ে তত্বাবধায়ক প্রকৌশল বিভাগ একটি মামলা দায়ের করার প্রস্তুতি নিয়েছে।
এ ব্যাপারে রাত ১১টায় শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনের ঊর্ধ্বতন উপ-প্রকৌশলী (পথ) মোঃ সাইফুল ইসলাম বলেন, ১৯৬৫ সালে স্থাপিত প্রায় ৬৭৫ ফুট রেল লাইন শাহজিবাজার বিদ্যুত উৎপাদন কেন্দ্রের ভেতরে নির্মাণ করা হয়ে ছিল। ওই রেল লাইন ব্যবহার করে বিদ্যুত কেন্দ্রের মেশিনপত্র ট্রেনে উঠানো নামানো হতো। ঢাকা-সিলেট মহাসড়ক হওয়াতে প্রায় ১০ বছর থেকে ট্রেনে মালামাল সরবরাহ বন্ধ হয়ে যায়। এতে রেল লাইনটি পরিত্যক্ত হয়ে পড়ে।
তিনি আরও বলেন, শুক্রবার (১০ জানুয়ারি) সন্ধ্যায় জানতে পারেন ওই পরিত্যক্ত রেলপথের মালামালগুলো উঠিয়ে নিয়ে বিক্রি করছে একটি চক্র, ঘটনাস্থলে গিয়ে ঘটনার সত্যতা পান। এরই মধ্যে অনেক মালামাল পাচার হয়ে গেছে। অবশিষ্ট মালামাল ঘটনাস্থলে সংরক্ষণ করার জন্য বলে এসেছেন।
এসমস্ত মালের সাথে রেলের পাত, স্লিপারসহ অন্যান্য জিনিসপত্র বাবদ প্রায় ১৫ লাখ টাকার মালামাল বিক্রি করে দেয় চক্রটি। চক্রের হোতা ও মালামাল পাচারকারীদের নাম ঠিকানা সংগ্রহ করা হয়েছে। এ ব্যাপারে শ্রীমঙ্গল রেলওয়ে থানায় মামলা দায়েরের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। শায়েস্তাগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মোঃ শফিকুল ইসলাম খান বলেন, বিষয়টি আমাকে মৌখিকভাবে অবগত করা হয়েছে। অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।