শায়েস্তগঞ্জে ৩ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

0
20

এম এইছ চৌধুরী, জুনাইদ। শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) :: হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ পৌর এলাকায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৩টি ব্যবসা প্রতিষ্ঠান থেকে ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। বুধবার (২৭ ফেব্রুয়ারি) দুপুর ১টায় পরিচালিত এ অভিযানে শায়েস্তাগঞ্জ স্টেশন রোডের একটি ফার্মেসীকে বিভিন্ন অনিয়মের জন্য ১ হাজার টাকা, একই রোডের আল-মদিনা হোটেলকে উন্মুক্ত পরিবেশে খাবার পরিবেশনের দায়ে ২ হাজার টাকা এবং শানখলা রোডের ইএন ষ্টোরকে মূল্য তালিকা না থাকার দায়ে আরো ২ হাজার টাকা জরিমানা করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আমিরুল ইসলাম মাসুদের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এতে সার্বিক সহয়তায় ছিলেন শায়েস্তাগঞ্জ থানার এসআই মনিরুজ্জামানের নেতৃত্বে এক দল পুলিশ। এ সময় অধিদপ্তরের পক্ষ থেকে ভোক্তা অধিকার আইন বিষয়ে জনগনের সচেতনতা বৃদ্ধিতে তাদের মধ্যে লিফলেট বিতরণ করা হয়।

আপনার মতামত প্রকাশ করেন

আপনার মন্তব্য দিন
আপনার নাম এন্ট্রি করুন