শায়েস্তাগঞ্জের কলিমনগরে পিকআপ চাপায় নিহত ১

0
20

এমএইছ চৌধুরী, জুনাইদ শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) সংবাদদাতা :: হবিগঞ্জ, শায়েস্তাগঞ্জ উপজেলার কলিমনগর বাইপাস মোড়ে পিকআপ চাপায় ১জন নিহত হয়েছে, গুরুতর আহত হয়েছে আরও ৫ জন। বুধবার ১৯ ডিসেম্বর ভোর ৬টার দিকে উল্লেখিত স্থানে এ ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, হবিগঞ্জ থেকে শায়েস্তাগঞ্জ নতুনব্রীজ বাইপাস সড়ক অভিমুখী একটি মালবাহী পিকআপ ভ্যান কলিমনগর তেমুহনী অতিক্রমকালে সেখানে দোকানের সামনে দাড়ানো অবস্থায় ৫ জন পথচারীকে চাপা দিয়ে পাশের দোকানে ঢুকে পরে। এতে দোকানঘরটি দোমড়েমোচড়ে যায় ঘটনাস্থলে ১জন নিহত হয় এবং অপর ৫ জন গুরুতর আহত হয়েছে। এতে নিহত ছায়েদ আলী (৪৫) চরহামুয়া গ্রামের মৃত সুন্দর আলীর পুত্র। গুরুতর আহত আবুল হাসিম নিহতের চাচাত ভাইসহ ৩জনকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং দক্ষিন চরহামুয়া গ্রামের দুলালসহ অপর একজনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় উপস্থিত জনতা ভোর ৬ টা থেকে সকাল ১০ টা পর্যন্ত উক্ত সড়ক অবরোধ করে রাখে। খবর পেয়ে শায়েস্তাগঞ্জ ও হবিগঞ্জ সদরের পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃত দেহ উদ্ধার করে ও লোকজনকে সরিয়ে দিয়ে সড়কে যান চলাচলের ব্যবস্থা করে। স্থানীয় ইউপি মেম্বার শামিমুর রহমান এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

আপনার মতামত প্রকাশ করেন

আপনার মন্তব্য দিন
আপনার নাম এন্ট্রি করুন