শায়েস্তাগঞ্জে অঞ্জান অবস্থায় যুবক উদ্ধার

0
29

এমএইছ চৌধুরী, জুনাইদ, শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) সংবাদদাতা :: ॥ শায়েস্তাগঞ্জ উপজেলার বাছিরগঞ্জ (সুতাং) বাজার থেকে অচেতন অবস্থায় সাখাওয়াত (১৫) নামে এক যুবককে উদ্ধার করেছে শায়েস্তাগঞ্জ থানার পুলিশ। বুধবার ০৯ জানুয়ারি ১৯ বিকেল ৫টার দিকে উল্লেখিত স্থান থেকে তাকে উদ্ধার করা হয়। সূত্রে জানা যায়, শায়েস্তাগঞ্জের বাছিরগঞ্জ (সুতাং) বাজারের নিকটে বাঁশতলায় তাকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে উপস্থিত লোকজন শায়েস্তাগঞ্জ থানায় খবর দেয়। খবর পেয়ে পুলিশ সেখানে পৌঁছে তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করে। স্থানীয় লোকজন জানান, উক্ত ব্যক্তি একজন সিএনজি চালক। সে চুনারুঘাট উপজেলার রাজ্জাকপুর গ্রামের কালা মিয়ার পুত্র।স্থানীয় লোকজনের ধারণা সে অজ্ঞান পার্টির খপ্পরে পড়েছিল। অজ্ঞান পার্টির সদস্য তাকে কিছু খাইয়ে অজ্ঞান করে তার সাথে থাকা টাকা পয়সা নিয়ে গেছে।

কোন মন্তব্য নেই