এমএইছ চৌধুরী, জুনাইদ শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) সংবাদদাতা : হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ পুরান বাজার এলাকায় অবৈধ পলিথিনি বিক্রির অপরাধে দুই ব্যবসা প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। এসময় দুই দোকান থেকে বিপুল পরিমাণ পলিথিনব্যাগ জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার ২৫ অক্টোবর ১৮ বিকেলে হবিগঞ্জের নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাত আরা লিসা এবং রাসনা মিথি এই অভিযান পরিচালনা করেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাত আরা লিসা জানান, পরিবেশ আইনে পলিথিন বিক্রি সম্পূর্ণ অবৈধ তার পরও শায়েস্তাগঞ্জের পুরান বাজার এলাকার দুটি দোকানে অভিযানকালে প্রায় ১৫ কেজি পলিথিন পাওয়া যায়। একটি দোকানকে ৩ হাজার এবং অপর একটি দোকানকে ২ হাজার টাকা জরিমানা করা হয়ছে। ওইদিন সন্ধ্যায় জব্দকৃত পলিথিনব্যাগগুলো জেলা প্রশাসকের কার্যালয়ের মাঠে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।