শায়েস্তাগঞ্জে অস্থায়ী উপজেলা স্বাস্থ্য ভবন নির্মাণ কাজের উদ্বোধন

0
8

শায়েস্তাগঞ্জে অস্থায়ী উপজেলা স্বাস্থ্য ভবন নির্মাণ কাজের উদ্বোধন

এম হায়দার চৌধুরী, শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি :; হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থানাকে ২০১৭ সালে উপজেলায় উন্নীত করা হয়। নবগঠিত এই উপজেলায় প্রশাসনের বিভিন্ন দপ্তর কাজ চালিয়ে যাচ্ছে। অবশেষে পাঁচ বছর পর জেলা স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে উপ-স্বাস্থ্য কেন্দ্রের জায়গায় ৫ কক্ষ বিশিষ্ট একটি অস্থায়ী আউটডোর স্বাস্থ্য কেন্দ্র নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।

বুধবার (১৮ জানুয়ারী) দুপুর ১২টার দিকে প্রায় ৩৮ লক্ষ টাকা ব্যয়ে ৫ কক্ষ বিশিষ্ট একটি সেমিপাকা ভবনের নির্মাণ কাজের উদ্বোধন করেন হবিগঞ্জের জেলা প্রশাসক ইশরাত জাহান। এসময় অন্যাদের মধ্যে উপস্থিত ছিলেন- সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ নুরুল হক, উপজেলা চেয়ারম্যান আব্দুর রশিদ তালুকদার ইকবাল, উপজেলা নির্বাহী অফিসার নাজরাতুন নাঈম, জেলা স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোঃ শফিকুল ইসলাম পাঠান, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ অদিতি রায়, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মোঃ সাইফুল ইসলাম, ভাইস চেয়ারম্যান গাজিউর রহমান ইমরান, শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আ সম আফজল আলী, সাধারণ সম্পাদক মঈনুল হাসান রতনসহ জেলা স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ও জেলা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা কর্মচারীবৃন্দ।

কোন মন্তব্য নেই