শায়েস্তাগঞ্জে আইন-শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত

0
15

এমএইছ চৌধুরী, জুনাইদ। শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ):: হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলাকে সন্ত্রাস, মাদক ও জঙ্গিবাদমুক্ত রাখতে প্রশাসন, জনপ্রতিনিধি ও সুশীল সমাজসহ সকলকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহবান জানিয়েছেন হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এডভোকেট মোঃ আবু জাহির। সোমবার(২৪ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা কার্যালয়ে মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভায় তিনি এসব কথা বলেন।

উপজেলা নির্বাহী অফিসার সুমী আক্তারের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আব্দুর রশীদ তালুকদার ইকবাল, পৌর মেয়র মোঃ ছালেক মিয়া, ভাইস চেয়ারম্যান গাজীউর রহমান ইমরান, মুক্তা আক্তার, ইউপি চেয়ারম্যান হুসাইন মোঃ আদিল জজ মিয়া, মোঃ মুখলিছ মিয়া, শায়েস্তাগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোজাম্মেল হোসেন, শায়েস্তাগঞ্জ ডিগ্রি কলেজের অধ্যক্ষ আজিজুল হাসান চৌধুরী, উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুনুর রশীদ তালুকদার, ইসলামি একাডেমি এন্ড হাই স্কুলের প্রধান শিক্ষক মোঃ নুরুল হক ও শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আ স ম আফজল আলী প্রমুখ।

আপনার মতামত প্রকাশ করেন

আপনার মন্তব্য দিন
আপনার নাম এন্ট্রি করুন