শায়েস্তাগঞ্জে আনন্দ শোভাযাত্রা  অনুষ্ঠিত

0
14

এমএইছ চৌধুরী, জুনাইদ , শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ)  :: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে শায়েস্তাগঞ্জে স্মরণকালের আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১১ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে অর্থ মন্ত্রণালয়ের উদ্যোগে ও উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় শায়েস্তাগঞ্জ  বালিকা উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণ থেকে এ শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান  সড়ক প্রদক্ষিণ করে।

লাল-সবুজ ক্যাপ, শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবসের লোগো সম্বলিত সাদা রঙের গেঞ্জি শোভাযাত্রাকে আরো সুন্দর ও প্রাণবন্ত  করে তোলে।
এতে উপস্থিত ছিলেন  উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধা, রোভার স্কাউট, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, শিক্ষক-শিক্ষার্থী, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের অংশগ্রহণে শোভাযাত্রাটি স্মরণকালের সেরা  হয়ে ওঠে।
শোভাযাত্রাটি সফল ও সার্থক হওয়ায় উপস্থিত সকলকে ধন্যবাদ জানান, উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুর রশীদ তালুকদার ইকবাল ও উপজেলা নির্বাহী অফিসার সুমী আক্তার।

আপনার মতামত প্রকাশ করেন

আপনার মন্তব্য দিন
আপনার নাম এন্ট্রি করুন