এমএইছ চৌধুরী, জুনাইদ। শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ):: হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে খোয়াই আবাসন ও আশ্রয়ণে খাদ্যসামগ্রী হিসেবে চাল, ডাল ও আলু বিতরণ করা হয়েছে। শুক্রবার (৩ এপ্রিল) বিকেলে খোয়াই, আলাপুর ৪০, হামুয়া ৬০ ও চরহামুয়া আশ্রয়ণে ২০পরিবারসহ মোট ১২০ পরিবারের মাঝে শায়েস্তাগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে এ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
উপজেলার হামুয়া স্কুল প্রাঙ্গণে উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুর রশিদ তালুকদার ইকবাল ও উপজেলা নির্বাহী অফিসার সুমী আক্তার আশ্রয়ণবাসীর মাঝে এসব ত্রাণ বিতরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন, হবিগঞ্জ সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাসফিকা হোসেন, শায়েস্তাগঞ্জ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) আম্বিয়া খাতুন, আওয়ামীলীগ নেতা বাবুল অধিকারী, ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি আব্দুস সামাদ মেম্বার, মেম্বার শামীমুর রহমান প্রমুখ।
এতে প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান আব্দুর রশিদ তালুকদার ইকবাল বলেন, এ খাদ্যসামগ্রী জননেত্রী শেখ হাসিনার পক্ষ থেকে আপনাদের মাঝে বিতরণ করছি। জননেত্রী শেখ হাসিনা আপনাদের পাশে আছেন। উপজেলা নির্বাহী অফিসার সুমী আক্তার বলেন- বর্তমান সরকার তৃণমূল মানুষের পাশে আছে। সরকার দরিদ্র লোকজনের কল্যাণে নানা পদক্ষেপ গ্রহণ করেছে। এ পরিস্থিতিতে কাউকে না খেয়ে থাকতে হবে না।