শায়েস্তাগঞ্জে আসন্ন এসএসসি পরিক্ষার ফরম পূরণে অতিরিক্ত ফি আদায়ের প্রতিবাদে অবস্থান ধর্মঘটের ডাক

0
29

এমএইছ চৌধুরী জুনাইদ, শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) সংবাদদাতা :: দেশব্যাপী আসন্ন এসএসসি পরিক্ষা ২০১৯ এর ফরম পূরণে বাংলাদেশ শিক্ষা বোর্ড কর্তৃক নির্ধারিত ফি এর চেয়ে অতিরিক্ত ফি আদায়ের প্রতিবাদে শায়েস্তাগঞ্জ পৌরসভাধীন সকল উচ্চ বিদ্যালয়ে অবস্থান ধর্মঘট পালনের ডাক দিয়েছেন শায়েস্তাগঞ্জ পৌরসভার মেয়র মোঃ ছালেক মিয়া। এ লক্ষে আগামী শনিবার ১০ নভেম্বর ১৮ তারিখ সকাল ১০টায় শায়েস্তাগঞ্জ উচ্চ বিদ্যালয়, শায়েস্তাগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়, শায়েস্তাগঞ্জ ইসলামি একাডেমি এন্ড হাইস্কুলসহ সকল উচ্চ বিদ্যালয়ের সম্মুখে ধর্মঘট পালন করা হবে। একই সাথে যে সকল শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষা বোর্ড কর্তৃক নির্ধারিত ফি এর চেয়ে অতিরিক্ত ফি আদায় করছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জেলা শিক্ষা কর্মকর্তাকে অনুরোধ করেন। শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃক অতিরিক্ত ফি আদায় রোধে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীকে সজাগ থাকারও অনুরোধ করেন তিনি। অত্র এলাকার সকল দুর্নীতি বিরোধি ও শিক্ষাসচেতন নাগরিক সমাজকে উপস্থিত থেকে এই কর্মসূচিকে সফল করার আহবান জানানো হয়েছে।

 

কোন মন্তব্য নেই