শায়েস্তাগঞ্জে ইয়াবাসহ আটক দুই !

0
30

এমএইছ চৌধুরী, জুনাইদ। শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ):: হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ পুরানবাজার রেলগেট ও খোয়াই নদীর বাঁধ এলাকায় অবস্থিত বস্তি থেকে ৫০ পিস ইয়াবাসহ মাদক আস্তানার মালিক মোঃ শাহীন মিয়া (৪০) ও চুনারুঘাট উপজেলার রুকন উদ্দিন মাছুম (২৫) নামে দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) রাতে উল্লেখিত স্থান থেকে তাদের আটক করা হয়েছে।

জানা যায়, হবিগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যার নির্দেশে সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রবিউল ইসলামের তত্ত্বাবধানে ও শায়েস্তাগঞ্জ থানার ওসি মোজাম্মেল হোসেনের নেতৃত্বে, ওসি (তদন্ত) আল-মামুন, এসআই রাজিব চন্দ্র সরকার, আব্দুল ওয়াদদু, কাইছার মাহমুদ তোরন, এএসআই জসিম উদ্দিন, টুটন সরকার, আবুল খায়েরসহ কমপক্ষে ২৫ জন পুলিশ সদস্য ওই মাদক আস্তানাটিতে অভিযান পরিচালনা করেন। ঘন্টাব্যাপী পরিচালিত এ অভিযানে ৫০ পিস ইয়াবাসহ দুইজন পুলিশের হাতে আটক হয়। এ সময় কৌশলে অন্য মাদক সেবনকারী ও বিক্রেতারা পালিয়ে যায়।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করে শায়েস্তাগঞ্জ থানার ওসি মোজাম্মেল হোসেন জানান, পুলিশ বাদী হয়ে মাদক আইনে মামলা করেছে। এ ঘটনার সহিত সম্পৃক্ত অন্যদের আটক করতে পুলিশ তৎপর রয়েছে।

আপনার মতামত প্রকাশ করেন

আপনার মন্তব্য দিন
আপনার নাম এন্ট্রি করুন