শায়েস্তাগঞ্জে উপজেলা ভূমি অফিসের উদ্বোধন
এম হায়দার চৌধুরী, শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি:: হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলা ভূমি অফিসের দাপ্তরিক কাজ আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে। বৃহস্পতিবার প্রধান অতিথি হিসেবে ভূমি অফিসের উদ্বোধন করেন হবিগঞ্জের জেলা প্রশাসক ইশরাত জাহান।
শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জের জেলা প্রশাসক ইশরাত জাহান।উপজেলা নির্বাহী অফিসার নাজরাতুন নাঈমের সভাপতিত্বে সহকারী কমিশনার ভূমি নাহিদ ভূইয়ার পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রশিদ তালুকদার ইকবাল।
এতে বক্তব্য রাখেন ব্রাহ্মণডোরা ইউনিয়নের চেয়ারাম্যান হোসাইন মোহাম্মদ আদিল জজ মিয়া, নূরপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গোলাম কিবরিয়া চৌধুরী বেলাল, শায়েস্তাগঞ্জ ডিগ্রি কলেজ অধ্যক্ষ আজিজুল হাসান চৌধুরী, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা শেখ মুজিবুর রহমান, বীর মুক্তিযোদ্ধা শফিকুর রহমান, ওসি নাজমুল হক কামাল, সাংবাদিক মামুন চৌধুরী প্রমুখ।
এসময় জেলা প্রশাসক প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার, ভিক্ষুক পুনর্বাসন ও সমাজ কল্যাণ পরিষদের অর্থ বিতরণ করেন। উপজেলা কমপ্লেক্সের সামনে কৃষ্ণচূড়া গাছের চারা রোপন করেন। এর আগে ফিতা কেটে তিনি ভূমি অফিসের দাপ্তরিক কাজের সূচনা করেন।