শায়েস্তাগঞ্জে এক নারীকে অজ্ঞান করে ঋণ করা টাকা ছিনতাই

0
1

শায়েস্তাগঞ্জে এক নারীকে অজ্ঞান করে ঋণ করা টাকা ছিনতাই

হবিগঞ্জ প্রতিনিধি:: হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ দাউদনগর বাজার এলাকা থেকে এক নারীকে অজ্ঞান করে ১ লাখ টাকা ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। সোমবার (২৫ মার্চ) দুপুরে এ ছিনতাইয়ের ঘটনা ঘটে। ছিনতাইয়ের শিকার রেখা বেগম শায়েস্তাগঞ্জ উপজেলার পূর্ব বাগুনীপাড়া গ্রামের বাসিন্দা।
রেখা বেগম বলেন, টানাপোড়েনের সংসারের চাকা সচল রাখতে একটি এনজিও থেকে এক লাখ টাকা ঋণ করেন। সেই টাকা দাউদনগর বাজারে অবস্থিত পূবালী ব্যাংক শায়েস্তাগঞ্জ শাখা থেকে উত্তোলন করে দোতলা থেকে নেমে আসার পরে দুই ব্যক্তি এসে তার সঙ্গে কথা বলেন। মুহূর্তের মধ্যে ওই ব্যক্তিরা তাকে অজ্ঞান করে ভ্যানিটি ব্যাগে থাকা ১ লাখ টাকা ছিনতাই করে নিয়ে যায়। কিছুক্ষণ পরে জ্ঞান ফিরলে তিনি চিৎকার দিলে স্থানীয় লোকজন এগিয়ে এসে বিষয়টি সম্পর্কে অবগত হয়ে পুলিশকে খবর দেয়। পরে শায়েস্তাগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। তিনি আরও জানান, তার পরিবারের অভাব ঘোচাতে একটি এনজিও থেকে এক লাখ টাকা ঋণ গ্রহণ করেন। এ টাকা দিয়ে ব্যবসা পরিচালনা করার সিদ্ধান্ত নেন। কিন্তু টাকাগুলো ছিনতাই হওয়ায় তিনি নিরুপায় হয়ে পড়েছেন। এ বিষয়ে শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা আক্তার মিতা বলেন, ‘ব্যবস্থা গ্রহণ করতে থানা পুলিশকে জানানো হয়েছে’।

আপনার মতামত প্রকাশ করেন

আপনার মন্তব্য দিন
আপনার নাম এন্ট্রি করুন