শায়েস্তাগঞ্জে এমপি আবু জাহির গোল্ডকাপ ফুটবল টুর্ণামেট অনুষ্ঠিত

0
17

এমএইছ চৌধুরী, জুনাইদ। শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ):: হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় এমপি আবু জাহির গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলায় ট্রাইবেকারে ২-০ গোলে কলিমনগর ফুটবল একাডেমীকে হারিয়ে চ্যাম্পিয়ান হয়েছে স্পন্দন ফুটবল একাডেমী দুর্গাপুর।

শনিবার (২৯ ফেব্রুয়ারি) বিকালে কলিমনগর মাঠে কলিমনগর ফুটবল একাডেমী আয়োজিত ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন দলের মাঝে পুরষ্কার বিতরণ করেন সংসদ সদস্য আলহাজ্ব এডভোকেট মোঃ আবু জাহির। এর আগে বিকাল ৪টার দিকে রেফারী এম এ মতিনের পরিচালনায় খেলায় ২৯ মিনিটের মাথায় স্পন্দন টিমের খেলোয়ার আকাশের শট থেকে গোলের দেখা পায়। ৩৫ মিনিটের মাথায় কলিমনগর ফুটবল একাডেমীর দুর্দান্ত খেলোয়ার রাজুর দেয়া পাস থেকে সোহাগ বল জালে পাটিয়ে খেলা সমতা ফিরিয়ে আনে। দ্বিতীয়ার্ধে উভয় টিমই বেশ কটি গোলের সুযোগ মিস করে। রেফারি শেষ বেজে উঠলে খেলা গড়ায় ট্রাইবেকারে। উভয় টিমই পাঁচটি করে শট নিলে ২-০ গোলে জয় পায় স্পন্দন ফুটবল একাডেমী। কলিমনগর ফুটবল একাডেমীর সভাপতি শামীমুর রহমানের তত্ত্বাবধানে প্রতিবছরের ন্যায় এবার এমপি আবু জাহির ফুটবল টুর্ণামেন্টের সপ্তম আসর ছিল।

কোন মন্তব্য নেই