শায়েস্তাগঞ্জে করোনাভাইরাস আতঙ্কে পণ্যমূল্য নিয়ন্ত্রণে জরিমানা !

0
54

এমএইছ চৌধুরী, জুনাইদ। শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) :: হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ পৌর এলাকায় করোনাভাইরাস আতঙ্কে লোকজন নিত্য প্রয়োজনীয় দ্রব্য কেনাকাটায় ব্যাস্ত হয়ে পড়ে। এ সুযোগে কিছু অসাধু ব্যবসায়ী মনগড়া মূল্যে দ্রব্য সামগ্রী বিক্রি করতে শুরু করে। এসময় উপজেলা নির্বাহী অফিসার সুমী আক্তার পণ্যমূল্য নিয়ন্ত্রণে তিনটি দোকান থেকে ১৫ হাজার টাকা জরিমানা আদায় করেছেন।

বৃহস্পতিবার (১৯ মার্চ) সন্ধ্যা ৭টায় শায়েস্তাগঞ্জ পৌর শহরে অভিযান চালিয়ে এসব জরিমানা আদায় করা হয়।

সূত্রে জানা যায়- উপজেলা নির্বাহী অফিসার সুমী আক্তার এর মাধ্যমে ভ্রাম্যমান আদালতের অভিযানকালে শায়েস্তাগঞ্জ স্টেশন রোড এলাকার বিপ্লব পাল ও তার ভাইয়ের দোকান এবং দাউদনগর বাজার পৌরমার্কেটে আমিন মিয়ার দোকানে পেঁয়াজের মূল্য ৫০টাকার স্থলে ৭০-১০০ টাকা দরে বিক্রি করায় এবং দোকানে মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে প্রতিটি দোকানকে ৫ হাজার টাকা করে মোট ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার সুমী আক্তার বিষয়টি নিশ্চিত করে বলেন, জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।

কোন মন্তব্য নেই