শায়েস্তাগঞ্জে গাঁজাসহ আটক-৪

0
4

শায়েস্তাগঞ্জে গাঁজাসহ আটক ৪

শায়েস্তাগঞ্জ, (হবিগঞ্জ) প্রতিনিধি :: হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার সুরাবই এলাকার মিশরাটিলায় অভিযান চালিয়ে গাঁজাসহ ৪ মাদক ব্যবসায়ীকে হাতে-নাতে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর হবিগঞ্জ জেলা কার্যালয়। রবিবার তাদেরকে আটক করা হয়। পরে তাদেরকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। দন্ড প্রাপ্তরা হলেন, ‘উপজেলার সুরাবই গ্রামের মৃত আব্দুল হামিদের ছেলে আঃ রাজ্জাক (৬০), একই গ্রামের মোঃ আলতাব আলীর ছেলে মোঃ জজ মিয়া (৩৮), মোঃ রজব আলীর ছেলে মোঃ বরুন মিয়া (২২) ও উচাইল গ্রামের মৃত মরম আলীর ছেলে মোঃ লদাই মিয়া (৫০)।
জানা যায়, আটককৃতরা উপজেলার বিভিন্ন এলাকায় গাঁজা বিক্রি ও সেবন করে আসছিলেন। বিষয়টি জানতে পেরে উপজেলার মিশরাটিলা এলাকায় অভিযান চালায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর হবিগঞ্জ জেলা কার্যালয়। এ সময় তাদেরকে গাঁজাসহ হাতে নাতে আটক করা হয়। পরে আটককৃতদের উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ নাহিদ ভূঞার কাছে নিয়ে গেলে তিনি ভ্রাম্যমান আদালত বসিয়ে তাদেরকে বিভিন্ন মেয়াদে দন্ড ও অর্থদণ্ড প্রদান করে জেল হাজতে প্রেরণের আদেশ প্রদান করেন।

কোন মন্তব্য নেই