শায়েস্তাগঞ্জে তালিকাভুক্ত মাদক বিক্রেতা আটক

0
18

শায়েস্তাগঞ্জে তালিকাভুক্ত মাদক বিক্রেতা আটক

জি-নিউজ ডেস্ক :: হবিগঞ্জের শায়েস্তগঞ্জে তালিকাভুক্ত মাদক বিক্রেতা হিরো মিয়া (৫৫)কে গ্রেফতার করেছে শায়েস্তাগঞ্জ থানা পুলিশ। রবিবার (১০ মার্চ) রাত ৮টার দিকে সুতাং-সুরাবই গ্রামে তার নিজ বাড়ি থেকে আটক করা হয়েছে।

জানা যায়, শায়েস্তাগঞ্জ থানার এসআই জসিম উদ্দিনের নেতৃত্বে একদল পুলিশ তার বাড়িতে অভিযান চালানোর সময় হিরোর লোকজন পুলিশকে প্রতিরোধ করার চেষ্টা করে। এক পর্যায়ে পুলিশ লোকজনের বাধার মুখে তাকে আটক করে থানায় নিয়ে আসে। এ সময় দুই পুলিশ সদস্য আহত হয়েছে।

পুলিশ সূত্র জানায়, হিরো মিয়া একজন আইনশৃঙ্খলা বাহিনীর তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী। সে অনেক দিন যাবত এলাকায় মাদকের ব্যবসা করে আসছে। ইতিপূর্বে তার বিরুদ্ধে মাদক আইনে ১০টি মামলায় গ্রেফতারী পরোয়ানা রয়েছে। এতদিন সে আত্মগোপনে ছিল। তার বিরোদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

আপনার মতামত প্রকাশ করেন

আপনার মন্তব্য দিন
আপনার নাম এন্ট্রি করুন