শায়েস্তাগঞ্জে তালিকাভূক্ত মাদক বিক্রেতা আটক!
শায়েস্তাগঞ্জ, (হবিগঞ্জ):: হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ দাউদনগর বাজার এলাকা থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী কামাল মিয়া (৪৮) কে গ্রেফতার করেছে র্যাব। শনিবার ১৫ জুন বেলা ১২টার দিকে উক্ত স্থান থেকে তাকে গ্রেফতার করা হয়। জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শ্রীমঙ্গলের র্যাব-৯, এর এএসপি মো: আব্দুল খালেক ও এএসপি একেএম কামরুজ্জামান এর নেতৃত্বে একদল র্যাব শায়েস্তাগঞ্জের দাউদনগর বাজার এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাসহ তাকে আটক করে।
গ্রেফতারকৃত কামাল মিয়া স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত একজন মাদক ব্যবসায়ী। সে শায়েস্তাগঞ্জ পৌরসভার মহলুলসুনাম গ্রামের মেহেদি হোসেনের পুত্র। এসময় দেহ তল্লাশী করে তার কাছ থেকে ৫০ পিস ইয়াবা জব্দ করা হয়েছে। র্যাবব-৯ এর মিডিয়া অফিসার, অতিরিক্ত পুলিশ সুপার মো. মনিরুজ্জামান জানান, কামাল মিয়া একজন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী। তাকে শায়েস্তাগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।