শায়েস্তাগঞ্জে দুইশতাধিক কৃষকদের মাঝে বীজ-সার বিতরণ

0
10

শায়েস্তাগঞ্জে দুইশতাধিক কৃষকদের মাঝে বীজ – সার বিতরণ

এম হায়দার চৌধুরী, শায়েস্তাগঞ্জ(হবিগঞ্জ) প্রতিনিধি:: হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ নভেম্বর) দুপুরে উপজেলার ২৩০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ করা হয়।

শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নাজরাতুন নাঈমের সভাপতি ও উপজেলা কৃষি কর্মকর্তা সুকান্ত ধরের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. আবু জাহির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রশিদ তালুকদার ইকবাল, পৌর মেয়র ফরিদ আহমেদ অলি, উপজেলা ভাইস চেয়ারম্যান গাজীউর রহমান ইমরান, মোছা. মুক্তা আক্তার, ইউপি চেয়ারম্যান মোঃ মুখলিছ মিয়া, ইউপি চেয়ারম্যান বুলবুল খান, কৃষি ভর্তুকির প্রণোদনা হিসেবে ২৩০ জন প্রান্তিক ও ক্ষুদ্র কৃষক কো বীজ ও রাসায়নিক সার দেয়া হয়।

আপনার মতামত প্রকাশ করেন

আপনার মন্তব্য দিন
আপনার নাম এন্ট্রি করুন