এমএইছ চৌধুরী, জুনাইদ। শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ):: হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ পৌর এলাকার তালুকহড়াই গ্রামে কমলার খোসা ফেলা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে মহিলাসহ ১৫ জন আহত হয়েছে।
শনিবার (২৯ ফেব্রুয়ারি) বিকালে দুই ঘণ্টা ব্যাপী এ সংঘর্ষ চলে। এ সময় বাড়িঘর ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটে। খবর পেয়ে শায়েস্তাগঞ্জ থানার একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদেরকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মাঝে দুই জনকে আশংকাজনক অবস্থায় সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
জানা যায়, কমলার খোসা ফেলা নিয়ে ওই গ্রামের গণি মিয়া ও জালাল মিয়ার মাঝে বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে গুরুতর আহত গণি মিয়া, জালাল মিয়া, সেন্টু মিয়া, ফিরোজ মিয়া, রিপন মিয়া, বকুল মিয়া, কাওছার মিয়া, জীবন মিয়া, শহীদ মিয়া, রিয়েল মিয়াকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। এ ছাড়া ২ জনকে সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। শায়েস্তাগঞ্জ থানার ওসি (তদন্ত) আব্দুল্লাহ আল মামুন জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।