শায়েস্তাগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে আহত ১৫ আটক ৫ !

0
27

এম হায়দার চৌধুরী, শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি :: হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার উজান শৈলজুড়া গ্রামে সুদের টাকা নিয়ে দু’পক্ষের মাঝে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এতে মহিলাসহ ১৫ জন আহত হয়েছেন এবং পুলিশ ৫ দাঙ্গাবাজকে আটক করেছে। শনিবার (১৫ আগস্ট) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত দফায় দফায় উপজেলার উজান শৈলজুড়া গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের পর আহত হয়ে হবিগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদের মাঝেও সংঘর্ষ হয়। বিকেলে সদর থানার এসআই মঈন উদ্দিনের নেতৃত্বে একদল পুলিশ হাসপাতালে অভিযান চালিয়ে দাঙ্গাবাজ বেলাল মিয়া, দিলকুশ মিয়া, কাইয়ুম, রিমনসহ ৫ জনকে আটক করে।

জানা যায়, দুই মাস আগে একই গ্রামের রাসেল মিয়ার কাছ থেকে সুদে ২০ হাজার টাকা নিয়েছিল মোশাহিদ মিয়া। পরে সুদে আসলে ওই টাকা ৩০ হাজার টাকা হয়। রাসেল মিয়া তার পাওনা টাকা মোশাহিদের নিকট চাইলে দুইজনের মাঝে বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে উভয়পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। আহত অবস্থায় নানু মিয়া, মাখন মিয়া, রুবেল মিয়া, মুখলেছ মিয়া, রাসেল মিয়া, তৌহিদ মিয়া, হামিদা আক্তার ও সুহেল মিয়াকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সদর থানার ওসি মাসুক আলী জানান, হাসপাতালে মারামারি করায় ৫ দাঙ্গাবাজকে আটক করা হয়েছে।

কোন মন্তব্য নেই