এমএইছ চৌধুরী, জুনাইদ শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) সংবাদদাতা :: হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার নুরপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে দু’পক্ষের সংঘর্ষে মহিলাসহ অন্তত ১০জন আহত হয়েছে। সোমবার ২১ জানুয়ারি রাত ৮টার দিকে উল্লেখিত স্থানে এ ঘটনা ঘটে। আহত সুত্রে জানা যায়, নুরপুর গ্রামের বাসিন্দা লাল মিয়ার পুত্র খোকনের সহিত একই গ্রামের শফিক মিয়ার পুত্র শাজাহানের জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। এরই জের ধরে উল্লেখিত সময়ে বিবাদমান দু’পক্ষের লোকজনদের মধ্যে সংঘর্ষ বাধে। এসময় উভয় পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের মহিলাসহ ১০ জন আহত হয়েছে। আহতদের মধ্যে শাজাহান (৩০), শফিক মিয়া (৬০), জয়নাল (৪০), ঝর্ণা (২৪), বুলবুল (৪৫), লাল মিয়া (৫০), খোকন (২৫)সহ অন্যান্যদের হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। এবং আশংকাজনক অবস্থায় বুলবুল মিয়াকে ঢাকা মেডিকেল কলেজে প্রেরণ করা হয়।