শায়েস্তাগঞ্জে পরিচ্ছন্ন কর্মীদের ছন্নছাড়া জীবন

0
6

শায়েস্তাগঞ্জে পরিচ্ছন্ন কর্মীদের ছন্নছাড়া জীবন

এম হায়দার চৌধুরী, শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) থেকে:: হবিগঞ্জের শায়েস্তাগঞ্জের পরিচ্ছন্ন কর্মীরা ছন্নছাড়া জীবনযাপন করছেন। তারা আপামর জনসাধারণের জন্য পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখলেও নিজেরা ছন্নছাড়া জীবনযাপনে বাধ্য হয়ে পড়েছে। এ পরিচ্ছন্ন কর্মীদের নেই কোন নিজস্ব বাসস্থান, পাচ্ছেনা কোনো নাগরিক সুবিধা। পৌরসভা, উপজেলা ও জেলা পর্যায়ে অনেক চেষ্টা করেও তারা আদায় করতে পারেনি নিজেদের কোন মৌলিক অধিকার, ও নাগরিক সুবিধা। এরা মূলত হরিজন সম্প্রদায়ের মানুষ। তারা তাদের পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করে আসছে। সকল প্রকার নাগরিক সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত তারা।
জানা যায়, এদের মধ্যে অনেকেই শায়েস্তাগঞ্জ রেলওয়ের পরিষ্কার-পরিচ্ছন্ন কর্মীর কাজ করেন। শায়েস্তাগঞ্জ পৌরসভায় পরিষ্কার-পরিচ্ছন্নতায় কাজ করছেন প্রায় ৪২ জন। দীর্ঘদিন ধরে তাদের নেই মাথা গোঁজার ঠাঁই। শায়েস্তাগঞ্জের নিজগাঁও এলাকার জরাজীর্ণ রেল কলোনিতে তাদের স্ত্রী-সন্তানদের নিয়ে অতিকষ্টে জীবনযাপন করছে কয়েকটি পরিবার।
হরিজন সম্প্রদায়ের লোকজন জানান, শায়েস্তাগঞ্জ পৌরসভার বয়স প্রায় ২৫ বছর। তারা পৌরসভার পরিচ্ছন্নকর্মী হয়েও কর্তৃপক্ষ থেকে কোনো সুযোগ-সুবিধা পাননি। স্ত্রী সন্তানদের নিয়ে নিদারুণ কষ্টে ওই এলাকায় তারা বসবাস করে আসছেন। সেখানে তাদের নেই কোন স্বাস্থ্যসম্মত শৌচাগার, নেই বিশুদ্ধ পানির ব্যবস্থা, নেই চলাচলের রাস্তাঘাট। এ ধরনের বহুবিধ নাগরিক সুবিধা বঞ্চিত ও সমস্যায় জর্জরিত সম্প্রদায়টি।
শায়েস্তাগঞ্জ হরিজন ঐক্য পরিষদ নামের একটি সংগঠন তাদের প্রায় ৪০টি পরিবারের সমস্যা সমাধানের জন্য বিভিন্ন সংবাদমাধ্যমের কাছে দাবি জানিয়েছেন। শায়েস্তাগঞ্জের হরিজন সম্প্রদায়ের ৪০টি পরিবারের পূণর্বাসন বিষয়ে জেলা, উপজেলা পর্যায়ে বেশ কয়েকবার আবেদন করা হয়েছে। স্থানীয় পৌর কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেও কোনো প্রকার সাড়া পাওয়া যায়নি। সবশেষে হরিজন সম্প্রদায়ের ৪০টি পরিবার তাদের পুনর্বাসনের দাবি জানিয়ে প্রধানমন্ত্রীর সুদৃষ্টি কামনা করেছে।

কোন মন্তব্য নেই