শায়েস্তাগঞ্জে প্রাণ কোম্পানীর শ্রমিক হত্যা, আটক ২
হবিগঞ্জ প্রতিনিধি:: হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ প্রাণ কোম্পানীতে কর্মরত মুন্না রবিদাস (২৮) নামে এক শ্রমিককে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে। গত বৃহস্পতিবার দুপুরে শায়েস্তাগঞ্জ প্রাণ ইন্ডাস্ট্রিয়াল পার্কে এ ঘটনা ঘটে। মৃত মুন্না রবিদাস ফেঞ্চুগঞ্জ জেলার রাজনপুর গ্রামের মৃত মতিলাল রবিদাসের ছেলে। তিনি শায়েস্তাগঞ্জ অলিপুর আর এফ এল কোম্পানীতে শ্রমিক হিসেবে কাজ করতেন।
ঘটনার পর শনিবার শায়েস্তাগঞ্জ প্রাণ-আরএফএল ইন্ডাস্ট্রিয়াল পার্কের ভেতর থেকে দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন, কমলগঞ্জ উপজেলার বড়গাছ গ্রামের মৃত দুরুদ মিয়ার ছেলে নিরাপত্তা প্রহরী রাসেল আহমেদ (৩৮) ও কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলার বৈষ্ণকুট গ্রামের ওহিদুর রহমানের ছেলে নিরাপত্তা প্রহরী মাহফুজুর রহমান (৩০)।
হবিগঞ্জ ২৫০ শয্যা সদর আধুনিক হাসপাতাল সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার সন্ধ্যার দিকে শায়েস্তাগঞ্জ প্রাণ- আরএফএল কোম্পানীর একটি এ্যাম্বুলেন্সে করে ২৮ বছর বয়সী এক যুবককে হবিগঞ্জ ২৫০ শয্যা সদর আধুনিক হাসপাতালে নিয়ে আসা হয়। হাসপাতালে আসার পর কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করার সাথে সাথেই বারান্দায় লাশ রেখে সটকে পড়ে লাশ বহনকারী এ্যাম্বুলেন্স ও তার সাথে থাকা লোকজন। তাৎক্ষনিক বিষয়টি হবিগঞ্জ সদর থানাকে অবগত করলে এসআই হেমায়েত হোসেন খান লাশের সুরতহাল করেন। তার কোনো পরিচয় পাননি তিনি। পরে শায়েস্তাগঞ্জ থানায় খবর দিলে ওসি মোবারক হোসেনের নেতৃত্বে একদল পুলিশ এসে অজ্ঞাত পরিচয় লাশ নিয়ে বিপাকে। পরে হাসপাতাল ও পুলিশের দিনভর তদন্তের পর তার পরিচয় পাওয়া যায়।শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মোবারক হোসেন ভূইয়া বলেন, ‘খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করেছে। এ ঘটনায় দুই জনকে আটক করে কারাগারে প্রেরণ করা হয়েছে’।