শায়েস্তাগঞ্জে বঙ্গবন্ধু রেল জাদুঘর পরিদর্শনে উপচে পড়া ভীড়

0
10

শায়েস্তাগঞ্জে বঙ্গবন্ধু রেল জাদুঘর পরিদর্শনে উপচে পড়া ভীড়

এম হায়দার চৌধুরী, শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি:: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও কর্ম নিয়ে শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে অবস্থান করছে বঙ্গবন্ধু ভ্রাম্যমাণ রেল জাদুঘর। এ জাদুঘর পরিদর্শন করে মুগ্ধ হচ্ছেন শিশু থেকে শুরু করে বিভিন্ন বয়সী মানুষজন। এতে তারা বঙ্গবন্ধু সম্পর্কে বিভিন্ন অজানা তথ্য জানতে পারছেন।

সোমবার (৭ নভেম্বর) সকালে সরেজমিনে দেখা যায়, শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনের ৩ নম্বর প্লাটফর্মে একটি বিশেষ ট্রেন দাঁড়িয়ে রয়েছে। বিশেষভাবে সাজানো এই ট্রেনের একটি বগিতে ভ্রাম্যমাণ বঙ্গবন্ধু জাদুঘর। বগিটিতে উঠতেই কানে আসে বঙ্গবন্ধুর কালজয়ী ভাষণ। দরজার পাশেই মুজিব শতবর্ষের লোগোসহ বঙ্গবন্ধুর ছবি। এছাড়া বঙ্গবন্ধুর জীবনসংগ্রাম ফুটিয়ে তোলা হয়েছে বিভিন্ন ছবির মাধ্যমে। বঙ্গবন্ধুর আদি পৈতৃক বাড়ি, জাতির জনকের সমাধিস্থল, জাতিসংঘে বঙ্গবন্ধুর ভাষণ, বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন, মুজিব কোট, বঙ্গবন্ধুর চশমা, মুজিবনগর, স্মৃতিসৌধ ইত্যাদির ছবি ও প্রতিচ্ছবি রয়েছে জাদুঘরটিতে।

এছাড়ও প্রদর্শিত হচ্ছে বঙ্গবন্ধুর জীবনসংগ্রাম নিয়ে ভিডিও চিত্র। বঙ্গবন্ধুকে নিয়ে লেখা কিছু বই দিয়ে সাজানো হয়েছে জাদুঘরটির একটি অংশ।
ভ্রাম্যমাণ জাদুঘর দেখতে আসা সাবাসপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী রিপন মিয়া জানায়, বঙ্গবন্ধু সম্পর্কে অনেক তথ্য জানতে পেরে খুশি লাগছে। শায়েস্তাগঞ্জ জংশনে দায়িত্বরত রেলওয়ে নিরাপত্তা বাহিনীর এক সদস্য বলেন, বিভিন্ন বয়সের অনেক মানুষ আসছেন জাদুঘরটি দেখতে। বেশ সাড়া ফেলেছে এ জাদুঘরটি।

শায়েস্তাগঞ্জ রেলস্টেশন মাস্টার মো. আবুল খায়ের চৌধুরী জানান, ৬ নভেম্বর থেকে শায়েস্তাগঞ্জে এই ভ্রাম্যমাণ জাদুঘরের প্রদর্শনী শুরু হয়। চলবে ১১ নভেম্বর পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ১টা ও বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বিনা প্রবেশ ফিতে দর্শনার্থীরা এখানে আসতে পারছেন। উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুর রশিদ তালুকদার ইকবাল জানান, এটি খুব ভালো উদ্যোগ। এর মধ্য দিয়ে বিশেষ করে নতুন প্রজন্ম বঙ্গবন্ধুকে আরো ভালো করে জানতে পারবে। এ ভ্রাম্যমাণ জাদুঘর বিষয়ে আরো প্রচারণার প্রয়োজন রয়েছে। শায়েস্তাগঞ্জের ইউএনও নাজরাতুন নাঈম বলেন, এ জাদুঘর থেকে নতুন প্রজন্মরা ইতিহাস জানতে পারছে। রেল বিভাগের এ উদ্যোগ প্রশংসনীয়।

আপনার মতামত প্রকাশ করেন

আপনার মন্তব্য দিন
আপনার নাম এন্ট্রি করুন