শায়েস্তাগঞ্জে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ২

0
21

এমএইছ চৌধুরী, জুনাইদ। শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ):: হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ ঢাকা-সিলেট মহাসড়কে বাস ও সিএনজি অটো রিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ২ আহত ৪ জন। শুক্রবার (২০ মার্চ) দুপুর ১টায় ঢাকা-সিলেট মহাসড়কের শায়েস্তাগঞ্জ উপজেলার নসরতপুর এলাকায় এ দূর্ঘটনাটি ঘটে। নিহত রোমান আহমদ (২২) সুতাং এলাকার বাসিন্দা ও অপর নিহতের পরিচয় জানা যায়নি। গুরুতর আহত ৪ জনকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো, লিয়াকত আলী জানান- নুরপুর থেকে একটি সিএনজি অটোরিকশা ৫জন যাত্রী নিয়ে হবিগঞ্জ যাওয়ার পথে নসরতপুর এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে একজন ও হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে আরও ১ জন মারা যান।এ ঘটনায় আরও চারজন আহত হয়েছেন।

খবর পেয়ে শায়েস্তাগঞ্জ ফায়ারসার্ভিসের কর্মীরাও ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করেন। এ ছাড়া মরদেহ হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়।

আপনার মতামত প্রকাশ করেন

আপনার মন্তব্য দিন
আপনার নাম এন্ট্রি করুন