শায়েস্তাগঞ্জে বিএনপি’র নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

0
22

জি-নিউজ ডেস্কঃ হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে আওয়ামীলীগ কার্যালয়ে হামলা ও ভাংচুরের ঘটনায় বিএনপির, নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। রোববার ২৩ ডিসেম্বর বিকেলে শায়েস্তাগঞ্জ থানায় এ মামলাটি দায়ের করা হয়। শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিছুজ্জামান এ বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, ওই ঘটনায় শায়েস্তাগঞ্জ পৌর আওয়ামীলীগের প্রচার সম্পাদক জিতু মিয়া লস্কর বাদী হয়ে ভাংচুর ও বিস্ফোরক আইনে মালাটি দায়ের করেছেন।
এ মামলায় জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ইসলাম তরফদার তনু ও নুরুল ইসলাম, শায়েস্তাগঞ্জ পৌর সভার সাবেক মেয়র ফরিদ আহমেদ অলি, হবিগঞ্জ পৌর বিএনপির সভাপতি আবুল হাসিম, সদর থানার বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক আজিজুর রহমান কাজল, বিএনপি নেতা আব্দুল মন্নান, জেলা ছাত্রদলের সভাপতি এমদাদুর রহমান ইমরান, সাধারণ সম্পাদক রুবেল আহমেদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক শাহ রিংগন আহমেদ, সদর উপজেরা যুবদল নেতা অলিউর রহমান, হবিগঞ্জ পৌর জাসাসের সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান মাসুম, যুবদল নেতা রিপন আহমেদসহ শতাধিক নেতাকর্মীকে আসামী করা হয়েছে।
এছাড়াও অজ্ঞাত রয়েছে ৭০/৮০ জন। প্রসঙ্গত, শনিবার রাতে হবিগঞ্জ-৩ আসনে জাতীয় ঐক্যফ্রন্ট মনোনীত প্রার্থী আলহাজ্ব জি কে গউছ শায়েস্তাগঞ্জ এলাকায় গণসংযোগ করার সময় একদল যুবক তার সাথে থাকা নেতাকর্মীদের উপর হামলা চালায়। এক পর্যায়ে তিনি একটি দোকানে অবরুদ্ধ হয়ে পড়েন । এর পর ঘটে আওয়ামীলীগ কার্যালয় ভাংচুরের ঘটনা। প্রায় ২ ঘন্টা অবরুদ্ধ থাকার পর নির্বাহী ম্যাজিস্ট্রেট তাসলিমা শিরিনের নেতৃত্বে জি কে গউছকে উদ্ধার করে বিজিবি ও ডিবি পুলিশ।

কোন মন্তব্য নেই