শায়েস্তাগঞ্জে বিষক্রিয়ায় গৃহবধূর মৃত্যু
শায়েস্তাগঞ্জ প্রতিনিধি:: শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি:: হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার সুতাং গ্রামে অঞ্জনা রবি দাস (৩৫) নামের এক গৃহবধূ বিষক্রিয়ায় মারা গেছে। সে ওই গ্রামের নিমকুমার রবি দাসের স্ত্রী। শুক্রবার (৭ জুলাই) বেলা ৩ টায় পারিবারিক বিরোধের জেরে সে বিষপানে আত্মহত্যার চেষ্টা চালায়। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। হবিগঞ্জ সদর থানা পুলিশ লাশের সুরতহাল করে মর্গে প্রেরণ করেছে।