শায়েস্তাগঞ্জে ব্যবসা প্রতিষ্ঠানে চুরির ঘটনা..!

0
33

এমএইছ চৌধুরী জুনাইদ, শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) সংবাদদাতা ::  শায়েস্তগঞ্জের নতুন ব্রীজ চুনারুঘাট সড়কে চাদঁ মটরস ব্যবসা প্রতিষ্ঠানে এক দুঃসাহসিক চুরি সংঘটিত হয়েছে। গভীর রাতে দোকানের সাটারের তালা ভেঙ্গে টমটম গাড়ির ৬১ টি নতুন ব্যাটারী ও ২টি বেয়ারিং ভর্তি  বড় কার্টুন  নিয়ে গেছে চোরেরা। সোমবার ৫ নভেম্বর ২০১৮ গভীর রাতে এ চুরির ঘটনাটি ঘটেছে। এ ব্যাপারে দোকানের একজন মালিক মোঃ জসিম মিয়া জানান, চুরি যাওয়া মালামালের মূল্য মোট সাড়ে ৭ লাখ টাকা। প্রতিদিনের ন্যায় ব্যবসা শেষে দোকান তালাবদ্ধ করে বাসায় যান দোকানের মালিক। মঙ্গলবার সকালে দোকানে এসে তালাহীন সাটার দেখতে না পেয়ে তিনি হতভম্ব হয়ে পড়েন। পরে তিনি দোকানে প্রবেশ করে এ অবস্থা দেখতে পেয়ে হতাশ হয়ে চুরির বিষয়টি স্থানীয় ব্যবসায়ী মহলে জানান। এ ঘটনার খবর পেয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান আলহাজ মোঃ রজব আলী ও প্যানেল চেয়ারম্যান মোঃ চান্দ আলী ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ঘটনায় স্থানীয় ব্যবসায়ী মহলে চোর আতংক বিরাজ করছে।

কোন মন্তব্য নেই