শায়েস্তাগঞ্জে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে জরিমানা !

0
57

এমএইছ চৌধুরী, জুনাইদ। শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) :: হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে একটি বেকারিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ভ্রাম্যমান আদালতের জরিমানা। সোমবার (৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় শায়েস্তাগঞ্জ পৌরসভার ড্রাইভার বাজার এলাকার মায়ের দোয়া বেকারিকে এ জরিমানা করা হয়েছে।

জানা গেছে, অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে বেকারী সামগ্রী সংরক্ষণ ও তৈরী বিস্কুটের মেয়াদ না থাকার দায়ে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমী আক্তার ভ্রাম্যমান আদালত পরিচালনার মাধ্যমে এ জরিমানা আদায় করেন। এছাড়া পৌর শহরের প্রধান সড়কের উভয় পার্শ্বের ফুটপাতে স্থাপিত অস্থায়ী ভাসমান ব্যবসায়ীদের এ ব্যাপারে সতর্ক করা হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার সুমী আক্তার বলেন, ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৫৩ ধারায় বেকারিকে এ জরিমানা করা হয়েছে। পরে শহরের প্রধান সড়কের ফুটপাত দিয়ে জনসাধারণের চলাচলে বিঘ্ন সৃষ্টির কারণে ভাসমান ক্ষুদ্র ব্যবসায়ীদের সরিয়ে দিয়ে সর্তক করা হয়েছে ।

আপনার মতামত প্রকাশ করেন

আপনার মন্তব্য দিন
আপনার নাম এন্ট্রি করুন