শায়েস্তাগঞ্জে ভোক্তা অধিকার সংরক্ষণের অভিযানে ৪ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা
এম হায়দার চৌধুরী, শায়েস্তাগঞ্জ:: হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে সিন্ডিকেট তৈরি করে এলপি গ্যাস ও চিনির দাম বাড়িয়ে দিয়েছে একটি চক্র। এ নিয়ে সংবাদ প্রকাশ হলে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক দেবানন্দ সিনহার নেতৃত্বে শায়েস্তাগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়। বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) দুপুর দুইটায় এ অভিযান পরিচালনা করা হয়েছে।
জানা গেছে, শায়েস্তাগঞ্জ পৌর এলাকার জহুর আলী মার্কেট ও ড্রাইভার বাজার এলাকায় সরকারের নির্ধারিত দামের চেয়ে অতিরিক্ত দামে এলপি গ্যাস, চিনিসহ বিভিন্ন দ্রব্য বিক্রিসহ নানা অভিযোগে মেসার্স রসময় চন্দ্র দাসকে ৩ হাজার টাকা ও সৈয়দ আলী স্টোরকে ২ হাজার ও বিপ্লব স্টোরকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়াও গ্যাস সিলিন্ডারের দাম বাড়িয়ে অতিরিক্ত মূল্য রাখায় মতিন এন্টার প্রাইজকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভ্রাম্যমান আদালতকে সহযোগীতা করেন শায়েস্তাগঞ্জ র্যাব-৯ এর একটি টিম