শায়েস্তাগঞ্জে মাস্ক ব্যবহার না করায় জরিমানা !

0
14

এম হায়দার চৌধুরী, শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি :: হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় সরকারি নির্দেশনা অমান্য করে মাস্ক ব্যবহার না করায় দুই জনকে ১২শ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। রোববার (১৪ জুন) দুপুরে দাউদনগর বাজারে অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করেন উপজেলা নির্বাহী অফিসার সুমী আক্তার। সূত্রে জানা যায়, একজন পান দোকানী মুখে মাস্ক ব্যবহার না করে পান বিক্রি করায় ২শ টাকা ও এক মহিলা ক্রেতাকে একই অপরাধে ১হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার সুমী আক্তার বলেন, সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন ২০১৮ এর ধারায় তাদেরকে জরিমানা করা হয়েছে। জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে।

কোন মন্তব্য নেই