শায়েস্তাগঞ্জে মোটর সাইকেল থেকে পড়ে এক মায়ের মৃত্যু হয়েছে

0
10

এমএইছ চৌধুরী, জুনাইদ শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) সংবাদদাতা :: হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় মোটর সাইকেল দুর্ঘটনায় মেহেরুন্নেছা (৪৭) নামে এক মায়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার ০৯ জানুয়ারি ১৯ বিকেল ৫ টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত মেহেরুন্নেছা হবিগঞ্জ শহরের রাজনগর এলাকার সামছুজ্জামানের স্ত্রী। জানা গেছে, ওই দিন বিকেলে নিহত মেহেরুন্নেছা তার পুত্রের মোটর সাইকেল যোগে বাবার বাড়ী চুনারুঘাট হতে স্বামীর বাড়ী হবিগঞ্জ যাওয়ার পথে, শায়েস্তাগঞ্জের কলিমনগর নামক স্থানে মোটর সাইকেল থেকে ছিটকে পড়েন। এতে তিনি গুরুতর আহত হলে তাৎক্ষনিত তাকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপালে নিয়ে যাওয়া হয়। সেখানে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করেন।

আপনার মতামত প্রকাশ করেন

আপনার মন্তব্য দিন
আপনার নাম এন্ট্রি করুন