শায়েস্তাগঞ্জে রেলওয়ের ভূমি উদ্ধারে উচ্ছেদ অভিযান শুরু হবে!

0
80

এমএইছ চৌধুরী, জুনাইদ। শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) :: হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে রেলওয়ের সম্পত্তিতে স্থাপিত অবৈধ স্থাপনা উচ্ছেদ করার কর্মসূচি ঘোষণা করা হয়েছে। গত রবিবার (২ ফেব্রুয়ারি) এলাকায় মাইকিং করার মাধ্যমে সংশ্লিষ্ট সকলকে রেলকর্তৃপক্ষ বিষয়টি অবহিত করে। এ ঘোষণার পরই শায়েস্তাগঞ্জ রেলওয়ে কলোনীসহ আশপাশের রেলওয়ের ভূমিতে অবৈধভাবে বসবাসকারী লোকজন নিরাপদ স্থানে সরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে।

জানা যায়, রেল মন্ত্রণালয়ের নির্দেশে আগামী ৯ ১০ ও ১১ ফেব্রুয়ারি রেলওয়ের ভূমি দখল করে স্থাপন করা সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ করার পরিকল্পণা করা হয়েছে। উচ্ছেদ অভিযান পরিচালনার পূর্বেই অবৈধ দখলদাররা নিজ উদ্যোগে সরে না গেলে যথারীতি অবৈধ স্থাপনা হিসেবে তাদের স্থাপনায় উচ্ছেদ কার্যকম চালানো হবে।

এ ব্যাপারে রেলওয়ে ভূমিতে স্থাপিত অবৈধ মার্কেটের বসায়ীরা জানান, পৌর কর্তৃপক্ষকে মোটা অংকের টাকা সিকিউরিটি দিয়ে তারা দোকান ঘর ভাড়া নিয়েছেন। এ দোকানই তাদের একমাত্র ভরসা। তাদের উচ্ছেদ করা হলে পরিবার পরিজন বিপাকে পড়বেন। এ দুশ্চিন্তায় তারা দিশেহারা হয়ে পড়েছেন। পৌর কর্তৃপক্ষের নিকট সিকিউরিটি বাবদে জমা দেওয়া টাকা ফেরত পাবেন কিনা তা নিয়ে ব্যবসায়ীরা সংশয় প্রকাশ করেন।

আপনার মতামত প্রকাশ করেন

আপনার মন্তব্য দিন
আপনার নাম এন্ট্রি করুন