শায়েস্তাগঞ্জে স্ত্রীর পায়ের  রগ কাটলো  স্বামী ॥

0
44

এমএইছ চৌধুরী জুনাইদ, শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) সংবাদদাতা :: হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ উপজেলাস্থ লেঞ্জাপাড়া গ্রামে পারিবারিক কলহে সুমা আক্তার (২২) নামে এক গৃহবধুর পায়ের রগ কর্তন করেছে পাষন্ড স্বামী। আহত অবস্থায় সুমা আক্তারকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার (০৮ নভেম্বর) দুপুরে উল্লেখিত স্থানে এ ঘটনাটি ঘটে।  সূত্রে জানা যায়,  বাগুনীপাড়া গ্রামের শিশু মিয়ার কন্যা সুমা আক্তারের বিয়ে হয় লেঞ্জাপাড়া গ্রামের সাইমুল হকের সাথে। এ দম্পতির ৪ বছরের সংসার জীবনে ২ সন্তানের পরিবার। বিয়ের পর তাদের সংসার সুখে শান্তিতে কাটছিল, সম্প্রতি তাদের মধ্যে পারিবারিক বিষয়ে কলহ দেখা দেয়। ঘটনার দিন দুপুরে এ নিয়ে তাদের মধ্যে বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে স্বামী সাইমুল হক উত্তেজিত হয়ে স্ত্রী সুমা আক্তারের পায়ের রগ কেটে দিয়ে পালিয়ে যায়। এসময় আশপাশের লোকজন সুমাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক রুগীর উন্নত চিকিৎসার প্রয়োজনে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছেন। আলাপকালে শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিছুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় এখনও কোন লিখিত অভিযোগ পাওয়া যায়নি।#

কোন মন্তব্য নেই