শায়েস্তাগঞ্জে হিট স্ট্রোকে মাছ ব্যবসায়ীর মৃত্যু

0
2

শায়েস্তাগঞ্জে হিট স্ট্রোকে মাছ ব্যবসায়ীর মৃত্যু

এম হায়দার চৌধুরী, শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) থেকে:: হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার দাউদনগর বাজার এলাকায় হিট স্ট্রোকে আক্রান্ত হয়ে মাছ ব্যবসায়ী সিরাজ আলীর (৬০) মৃত্যু হয়েছে। রবিবার (১৭ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার দাউদনগর বাজার হবিগঞ্জ রোডে এ ঘটনা ঘটে।
জানা গেছে, হিট স্ট্রোকে মারা যাওয়া সিরাজ আলী হবিগঞ্জ সদর উপজেলার পইল গ্রামের বাসিন্দা। সিরাজ আলী প্রতিদিনই ফেরি করে গ্রামে গ্রামে মাছ বিক্রি করেন। প্রতিদিনের ন্যায় কালও শায়েস্তাগঞ্জ পৌরসভার মহলুল সুনাম, জগন্নাথপুর, বিরামচর এলাকায় ফেরি করে মাছ বিক্রি করেন তিনি। এক পর্যায়ে প্রচন্ড রোদে ক্লান্ত হয়ে দাউদনগর বাজারে আসেন। শরীর অসুস্থ অনুভব হলে হবিগঞ্জ রোডে রাস্তার পাশে বসে পড়েন। এসময় স্থানীয় লোকজন তাকে ধরাধরি করে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে গেলে চিকিৎসক হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যাবার পরামর্শ দেন। হবিগঞ্জ সদর হাসপাতালে যাওয়ার পথে দাউদনগর বাজারে মারা যান তিনি।
শায়েস্তাগঞ্জ থানার এসআই সিরাজুল ইসলাম প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বলেন, মাছ ব্যবসায়ী সিরাজ আলী প্রচন্ড গরম ও পরিশ্রমের কারনে স্ট্রোক করে এখানেই মারা গেছেন। নিহতের পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।

কোন মন্তব্য নেই