শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) সংবাদদাতা :: হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশন এলাকা থেকে ১২ কেজি গাঁজাসহ ২ মাদক বিক্রেতাকে কে আটক করা হয়েছে।
সোমবার (২৫ ফেব্রুয়ারি) রাতে গোপন সংবাদ পেয়ে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের এসআই সিদ্দিকুর রহমানের নেতৃত্বে একদল সিপাহী শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করে।
আটক কুদ্দুছ মিয়া (২৭) বি-বাড়িয়া জেলার কসবা থানার আড়াইবাড়ি গ্রামের মৃত ফিরোজ আলীর পুত্র ও ইব্রাহিম মিয়া (২৮) একই এলাকার আব্দুল মালেকের পুত্র।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের এসআই সিদ্দিকুর রহমান জানান, আটককৃতরা দীর্ঘদিন যাবত শায়েস্তাগঞ্জসহ আশপাশের এলাকায় মাদক সরবরাহ করে আসছিল। ওই সময় অভিযান চালিয়ে ১২ কেজি গাঁজাসহ হাতে নাতে তাদেরকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে এবং শায়েস্তাগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।