শায়েস্তাগঞ্জে ১ ব্যবসা প্রতিষ্ঠানকে ৫ হাজার জরিমানা

0
9

এমএইছ চৌধুরী জুনাইদ,শায়েস্তাগঞ্জ(হবিগঞ্জ)
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ পৌর এলাকার বিভিন্ন প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে সোনার মদিনা হোটেল ও রেস্টুরেন্টকে ৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। শনিবার ২৫ মে বেলা সাড়ে তিনটায় এ অভিযান পরিচালনা করা হয়।
জানা যায়, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আমিরুল ইসলাম মাসুদের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে প্রায় ৫০টি ব্যবসা প্রতিষ্ঠানে নিষিদ্ধ ঘোষিত পণ্য সংরক্ষণ ও বিক্রি হচ্ছে কি-না তা তদারকি করা হয়েছে। এর মধ্যে উন্মুক্ত অবস্থায় ইফতার সামগ্রী বিক্রির অপরাধে সোনার মদিনা হোটেল থেকে ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। এতে সার্বিক সহয়তায় ছিল শায়েস্তাগঞ্জ থানার এক দল পুলিশ। এসময় অধিদপ্তরের পক্ষথেকে ভোক্তাদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বাজার তদারকির অংশ হিসেবে (প্রয়োজনীয়) অভিযোগ করতে বলা হয়।

আপনার মতামত প্রকাশ করেন

আপনার মন্তব্য দিন
আপনার নাম এন্ট্রি করুন