শায়েস্তাগঞ্জে ৩ দোকানে ৮ হাজার টাকা জরিমানা

0
17

এমএইছ চৌধুরী, জুনাইদ। শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ)::
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ৩টি ব্যবসা প্রতিষ্ঠানে ৮ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। শনিবার (২১ মার্চ) সন্ধ্যা ৭টায় শায়েস্তাগঞ্জ পৌর এলাকার পুরানবাজারে উপজেলা নির্বাহী অফিসার সুমী আক্তারের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়।

সূত্রে জানা যায়, নিয়মিত বাজার তদারকির অংশ হিসেবে এ অভিযানে শায়েস্তাগঞ্জ পুরানবাজারে অবস্থিত সামাদ এন্ড সন্স নামক দোকানকে মেয়াদোত্তীর্ণ পণ্যসামগ্রী রাখার দায়ে ৫ হাজার টাকা, সেলিম মিয়া স্টোরে মুল্য তালিকা প্রদর্শন না করায় ২ হাজার টাকা এবং একই অপরাধে সোহেল স্টোরকে ১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার সুমী আক্তার অভিযানের বিষয়টি নিশ্চিত করে বলেন- জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।

কোন মন্তব্য নেই