শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) সংবাদদাতা :: হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ ঢাকা-সিলেট মহাসড়কের পুরাসুন্দা এলাকা থেকে ৮০ পিস ইয়াবাসহ আলামিন (২৪) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। এ সময় তার সহযোগী পালিয়ে গেছে।
সোমবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে শায়েস্তাগঞ্জ থানার ওসি আনিসুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ ওই এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। তার দেহ তল্লাশী করে ৮০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।আটক আলামিন মাধবপুর উপজেলার হরিতলা গ্রামের রইছ উদ্দিনের পুত্র।
পুলিশ জানায়, আলামিনসহ তার সহযোগিরা দীর্ঘদিন যাবত জেলার বিভিন্ন স্থানে মাদক পাচার করে আসছে। আটক আলামিনকে কোর্টে প্রেরণ করা হয়েছে। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে।