এমএইছ চৌধুরী, জুনাইদ। শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) :: শায়েস্তাগঞ্জ উপজেলার ওলিপুর রেল ক্রসিং এর সংস্কার কাজ করাকালে সিলেটের সাথে সারাদেশের সড়ক যোগাযোগ ৪ ঘন্টা বিচ্ছিন্ন ছিল। শুক্রবার ১৯ জুলাই সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কে যান চলাচল বন্ধ করে রাত সাড়ে ১১ টা পর্যন্ত এ সংস্কার কাজ করা হয়।
জানা যায়, রেলওয়ে কতৃপক্ষ কোন প্রকার পূর্ব ঘোষণা ছাড়া এ সংস্কার কাজ করায় সীমাহীন দুর্ভোগে পড়েছেন মহাসড়কে যাতায়াতকারী হাজার হাজার বাসযাত্রী।
ওইদিন সন্ধ্যা ৭টা থেকে মহাসড়কের উভয় পার্শ্বে শতাধিক যানবাহন আটকা পড়ে। পরে রাত সাড়ে ১১টা দিকে সংস্কার কাজ সম্পন্ন হলে পুনরায় সিলেট-ঢাকা মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
এ বিষয়ে শায়েস্তাগঞ্জ স্টেশন মাস্টার এবিএম মঈনুল ইসলাম বলেন, অলিপুর এলাকায় রেল ক্রসিংয়ের সংস্কার কাজ করায় শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টা থেকে মধ্য রাত পর্যন্ত সিলেট-ঢাকা মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী জানান সন্ধ্যা সাড়ে ৭টায় সংস্কার কাজ শুরু হয়ে রাত সাড়ে ১১টায় শেষ হওয়ার পর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।