শায়েস্তাগঞ্জ উপজেলার নব নিযুক্ত ইউএনও’র করোনা

0
17

এম হায়দার চৌধুরী, শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি :: হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ উপজেলার নব নিযুক্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মিনহাজুল ইসলাম জাহেদ করোনাভাইরসে আক্রান্ত হয়েছেন। মঙ্গলবার (১৮ আগস্ট) অর্থ মন্ত্রণালয় থেকে মিনহাজুল ইসলামের শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করার কথা। ইতোমধ্যে মিনহাজুল ইসলাম করোনাভাইরসে আক্রান্ত হওয়ার কারনে নতুন কর্মস্থলে যোগদান করতে পারেননি।

এ ব্যাপারে শায়েস্তাগঞ্জ উপজেলার বর্তমান উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমী আক্তার বিষয়টি নিশ্চিত করে জানান, এ উপজেলার নব নিযুক্ত নির্বাহী কর্মকর্তা মিনহাজুল ইসলাম জাহেদ করোনাভাইরসে আক্রান্ত হয়েছেন। তবে তিনি সুস্থ আছেন। সরকারি নির্দেশনা মোতাবেক তিনি হোম কোয়ারেন্টাইনে আছেন। তিনি সুস্থ হওয়ার সাথে সাথে নতুন কর্মস্থলে যোগদান করবেন।

আপনার মতামত প্রকাশ করেন

আপনার মন্তব্য দিন
আপনার নাম এন্ট্রি করুন