এমএইছ চৌধুরী, জুনাইদ শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) সংবাদদাতা :: হাবিগঞ্জ জেলার নবগঠিত শায়েস্তাগঞ্জ উপজেলায় নবনিযুক্ত নির্বাহী অফিসার হিসেবে ফেরদৌস ইসলাম আনুষ্ঠানিকভাবে যোগদান করেছেন। গতকাল শনিবার ১৭ নভেম্বর সকালে হবিগঞ্জ জেলা প্রশাসক এর কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে শায়েস্তাগঞ্জ উপজেলার নির্বাহী অফিসার হিসেবে তিনি যোগদান করেন। ইতোপূর্বে তিনি সিরাজগঞ্জ জেলার তারাশ উপজেলায় নির্বাহী অফিসার হিসেবে কর্মরত ছিলেন। আজ রোববার ১৮ নভেম্বর থেকে তিনি নিয়মিত অফিস করবেন। শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের অস্থায়ী কার্যালয় হিসেবে শায়েস্তাগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসকে তেরী করা হয়েছে বলে জানা যায়।
শায়েস্তাগঞ্জ উপজেলার নবনিযুক্ত নির্বাহী অফিসার হিসেবে ফেরদৌস ইসলাম এর আগমনের খবর পেয়ে স্থানীয় ব্যক্তিবর্গ আনন্দে উচ্ছসিত হয়ে নবনিযুক্ত উপজেলা নির্বাহী অফিসারের সহিত দেখা করতে আসেন এবং ফুলেল শুভেচ্ছা জানান। উপজেলা নির্বাহী অফিসার উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন অতিশীঘ্রই তিনি শায়েস্তাগঞ্জ উপজেলার বিভিন্ন শ্রেণি পেশার সুধীজনদের নিয়ে মতবিনিময় করবেন।