এমএইছ চৌধুরী, জুনাইদ , শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) হবিগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ উল্লা বিপিএম-পিপিএম এর উদ্যোগে শায়েস্তাগঞ্জ উপজেলার প্রায় ১ হাজার শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। শনিবার (২০জুলাই ) দুপুরে শায়েস্তাগঞ্জ উপজেলার শাহজিবাজার, পূর্ব নোয়াগাও, নূরপুর ও পুরাসুন্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে পুলিশ সুপার মোহাম্মদ উল্লা বিপিএম-পিপিএম এ শিক্ষা উপকরণ বিতরণ করেন। এ সময় পুলিশ সুপার সবাইকে দাঙ্গা হাঙ্গামা, মাদক, ইভটিজিং, জঙ্গীবাদ, প্রযুক্তির অপব্যবহার ও বাল্য বিবাহ থেকে দূরে থেকে সুন্দর ও সুস্থ জীবন গঠনের পরামর্শ দেন। তিনি বলেন, আজকে যারা শিশু তারাই আগামীর বাংলাদেশ। তাই তাদের সচেতন ও সুনাগরিক হয়ে গড়ে উঠতে হবে।
এ সময় তাঁর সাথে শায়েস্তাগঞ্জ থানার ওসি আনিসুর রহমানসহ নূরপুর ইউপির চেয়ারম্যান মখলিছ মিয়া, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
- অন্যান্য
- আইন আদালত
- ইতিহাস
- গ্রাম বাংলা
- চাকুরির খবর
- জানা-অজানা
- জেলার সংবাদ
- নারী ও শিশু
- পরিচালক
- ব্রেকিং নিউজ
- শিক্ষাঙ্গন
- স্বাস্থ্য