এম এইছ চৌধুরী জুনাইদ শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) :: ২০১৭ সালের ২০ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) বৈঠকে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জকে দেশের ৪৯২ তম উপজেলা হিসেবে অনুমোদন দেয়া হয়েছিল।আগামী ১৮ জুন মঙ্গলবার পঞ্চম ধাপের উপজেলা নির্বাচনে নবগঠিত শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদের ভোট গ্রহণের করা হবে। এ নিবার্চনে মনোনয়ন দাখিলের শেষ দিনে মোট ১৩ জন প্রার্থী তাদের নিজ নিজ মনোনয়নপত্র দাখিল করেছেন। মঙ্গলবার ২১ মে ২০১৯ তারিখে রিটানিং ও জেলা নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ নাজিম উদ্দিনের কাছে তারা তাদের মনোনয়ন পত্র জমা দিয়েছেন।চেয়ারম্যান পদে ৩ জন, ভাইস চেয়ারম্যান ৫ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৫ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন।
আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী, আব্দুর রশিদ তালুকদার ইকবাল, স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আওয়ামী লীগ নেতা আলী আহমেদ খান ও স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী বিএনপি নেতা গোলাম কিবরিয়া চৌধুরী বেলাল চেয়ারম্যান পদে তাদের মনোনয়ন পত্র দাখিল করেছেন। ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন দাখিল করেছেন- বিএনপি নেতা সৈয়দ তানবির আহমেদ জুয়েল, বদরুল আলম দিপন, খন্দকার শফিক মিয়া সরদার, সাবেক ছাত্রলীগ নেতা গাজিউর রহমান ইমরান ও মোঃ আব্দুল মতিন। মহিলা ভাইস চেয়ারম্যান পদে মোট ৫জন মনোনয়ন পত্র দাখিল করেছেন। তাদের মধ্যে মহিলা আওয়ামীলীগ নেত্রী সাবেরা সুলতানা হেপী, মমতাজ বেগম ডলি, মিস রুবিনা আক্তার, পারভিন আক্তার ও মুক্তা আক্তার। রিটানিং কর্মকর্তা জেলা নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ নাজিম উদ্দিন বলেন, আগামী ১৮ জুন মঙ্গলবার ২০১৯ তারিখে নবগঠিত শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদের ভোট গ্রহণের প্রস্তুতি চলছে।