এমএইছ চৌধুরী, জুনাইদ শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ):: হবিগঞ্জের নবগঠিত শায়েস্তাগঞ্জ উপজেলার নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। সর্বশেষ ঘোষিত দেশের ৪৯২তম উপজেলা শায়েস্তাগঞ্জ। তেমন কোন অপ্রীতিকর ঘটনা ছাড়াই সকাল ৯ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ শেষ হয়েছে। জেলা নির্বাচন কমিশন সূত্রে প্রাপ্ত সর্বশেষ ফলাফলে জানা যায়, হবিগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক জেলা পরিষদ সদস্য আব্দুর রশিদ তালুকদার ইকবাল নৌকা প্রতিক নিয়ে সর্বমোট ১৬ হাজার ৯ শত ৩৬ ভোট পেয়ে বেসরকারী ভাবে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্ধী জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও নূরপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান গোলাম কিবরিয়া চৌধুরী বেলাল আনারস প্রতিক নিয়ে ৮ হাজার ৮ শত ৮৮ ভোট এবং হবিগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান আলী আহমদ খান ঘোড়া প্রতিক নিয়ে ২ হাজার ৩ শত ৬৮ ভোট পেয়েছেন।
অপর দিকে, এ নির্বাচনে সাবেক ছাত্রলীগ নেতা গাজিউর রহমান ইমরান মাইক প্রতিক নিয়ে ১০ হাজার ৬ শত ৪৭ ভোট পেয়ে বেসরকারী ভাবে ভাইস-চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধী আওয়ামীলীগ নেতা বদরুল আলম দিপন টিউবওয়েল প্রতিক নিয়ে ৬ হাজার ৫ শত ৩৮ ভোট পেয়েছেন। সৈয়দ তানবির আহমেদ জুয়েল চশমা প্রতিক ৫ হাজার ৩ শত ১৯, শফিক মিয়া খন্দকার (সরদার) তালা প্রতিক ৫ হাজার ৩০ ভোট ও মোঃ আব্দুল মতিন মাষ্টার বই প্রতিক ৪ শত ৭৮ ভোট পেয়েছেন।
মহিলা ভাইস-চেয়ারম্যান পদে মুক্তা আক্তার পদ্মফুল প্রতিক নিয়ে ৮ হাজার ২ শত ২ ভোট পেয়ে বেসরকারী ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধী আওয়ামীলীগ নেত্রী সাবেরা সুলতানা হেপী কলস প্রতিক নিয়ে ৭ হাজার ৬ শত ৯২ ভোট পেয়েছেন। মমতাজ বেগম ডলি প্রজাপতি প্রতিক ৫ হাজার ৬ শত ৯৩, রুবিনা আক্তার ফুটবল প্রতিক ৫ হাজার ২২ ভোট ও পারভিন আক্তার হাঁস প্রতিক ১ হাজার ২ শত ৩ ভোট পেয়েছেন।
হবিগঞ্জ জেলার নবগঠিত শায়েস্তাগঞ্জ উপজেলার প্রথম নির্বাচিত চেয়ারম্যান আব্দুর রশিদ তালুকদার ইকবালকেই উপজেলাবাসী তাদের স্বতস্ফুর্ত ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে উপজেলার উন্নয়ন ও অগ্রগতির দায়িত্ব প্রদান করেন।
এ দিকে উপজেলা চেয়ারম্যান পদ প্রার্থী আলী আহমদ খান, শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাচনে ঘোড়া প্রতীক নিয়ে অংশগ্রহণকরে বিকাল ৫ টায় শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে বিভিন্ন অনিয়মের অভিযোগ তুলে নির্বাচন বর্জনের ঘোষণা দেন।
- অর্থ ও বানিজ্য
- ইতিহাস
- গ্রাম বাংলা
- চাকুরির খবর
- জানা-অজানা
- জেলার সংবাদ
- পরিচালক
- ব্রেকিং নিউজ
- রাজনীতি
- স্বাস্থ্য
- স্লাইড