শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়ন প্রত্যাশী ১২ জন
এম হায়দার চৌধুরী, শায়েস্তাগঞ্জ :: হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে অনলাইনে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে মোট ১২ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন। এর মধ্যে চেয়ারম্যান পদে ৪ জন ভাইস চেয়ারম্যান পদে ৫ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী হয়েছেন। চেয়ারম্যান পদ প্রার্থীরা হচ্ছেন, বর্তমান উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুর রশিদ তালুকদার ইকবাল, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আতাউর রহমান মাসুক, উপজেলা জাতীয় পার্টির সাধারন সম্পাদক মোঃ আব্দুর রকিব ও মোঃ সুরুজ আলী। উপজেলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক উপাধ্যক্ষ জালাল উদ্দিন রুমি, পৌর বিএনপির সহ-সভাপতি আসম আফজল আলী, নুরপুর ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুল কাদির আসাদ, মোঃ সফিক মিয়া খন্দকার, জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মনোয়ার হোসেন জাকারিয়া। মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি মোছাঃ মুক্তা আক্তার, উপজেলা আওয়ামীলীগের মহিলা বিষয়ক সম্পাদক মমতাজ বেগম ডলি ও রুবিনা আক্তার।
শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা ওসমান গনি বলেন, ঘোষিত তফসিল অনুযায়ী, তৃতীয় ধাপের নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২ মে। মনোনয়নপত্র যাচাই-বাছাই ৫ মে৷ প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১২ মে। প্রার্থীদের মাঝে প্রতিক বরাদ্দ ১৩ মে এবং ভোটগ্রহণ করা হবে ২৯ মে।