শায়েস্তাগঞ্জ উপজেলা প্রশাসন দোকানপাট বন্ধের নির্দেশ জারি করেছে !

0
28

এমএইছ চৌধুরী, জুনাইদ। শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি :: বিশব্যাপী মহামারি আকার ধারণ করা কোভিড -১৯ বা করোনাভাইরাস সংক্রমণ রোধ ও এর বিস্তার নিয়ন্ত্রণে সাস্থবিধি মেনে ও সামাজিক দুরত্ব বজায় রেখে শপিংমল ও দোকানপাট শর্তসাপেক্ষে খোলার নির্দেশ দিয়েছিল সরকার। গত এক সপ্তাহে দেখা গেছে শায়েস্তাগঞ্জ এর ক্রেতা বিক্রেতা কেউই স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মানছেন না। এরই প্রেক্ষিতে সার্বিক পরিস্থিতি বিবেচনা করে শায়েস্তাগঞ্জ এর ব্যবসায়ী নেতৃবৃন্দ এর সাথে মতবিনিময় করেন শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমি আক্তার। এরপর এক গণবিজ্ঞপ্তিতে (মঙ্গলবার) ১৯ মে থেকে ৩০ মে পর্যন্ত সব ধরনের শপিংমল ও দোকানপাট বন্ধের নির্দেশ দিয়েছে উপজেলা প্রশাসন।

নিত্যপ্রয়োজনীয় কাঁচামালের বাজার দুপুর ২ টার পরে সামাজিক দুরত্ব বজায় রেখে উন্মুক্ত স্থানে বসতে পারবে, এবং রোজারদারদের কথা বিবেচনা করে জেলা প্রশাসনের অনুমোদিত হোটেল রেস্তোরাগুলো ও দুপুর ২ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত খোলা রাখতে পারবে, এবং জরুরি সেবাদানকারী ফার্মেসি এ আওতার বাইরে থাকবে।

কোন মন্তব্য নেই